Take a fresh look at your lifestyle.

ব‌রিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জে কাল‌বৈশাখী ঝ‌ড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত‌্যু।

১১৯
নিজস্ব প্রতিবেদক: ব‌রিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জে কাল‌বৈশাখী ঝ‌ড়ে ঘর চাপা প‌রে শ্বশুর ও পুত্রবধূর মৃত‌্যু হ‌য়ে‌ছে।
বুধবার বিকাল পৌ‌নে ৫টার দি‌কে উপ‌জেলার আ‌লিমাবাদ ইউ‌নিয়‌নের গাগু‌রিয়া গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।
ঝ‌ড়ে ১৫/২০টি বসত ঘর ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। মৃতরা হ‌লো, রুস্তম আলী হাওলাদার (৭৫) ও তার পুত্রবধূ জয়নব বি‌বি (৩৫)। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ শ্রীপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার প‌রিবার নি‌য়ে শ্রীপুরের মিয়ারচর এলাকার থাক‌তেন। নদী ভাঙ‌নের কব‌লে প‌রে সে প‌রিবার নি‌য়ে আ‌লিমাবা‌দের গাগু‌রিয়ায় নতুন ক‌রে ঘর তু‌লে বসবাস শুরু ক‌রেন।
পৌ‌নে ৫টার দি‌কে হঠাৎ ক‌রে ঝড় শুরু হ‌লে গাগু‌রিয়া গ্রা‌মের ১৫ থে‌কে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘ‌রেই চাপা প‌রেন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। পরে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে হুমায়ন ক‌বির না‌মে এক পল্লী চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌লে সে মৃত ঘোষণা ক‌রেন।
দুইজ‌নের মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের ও‌সি শ‌ফিকুল ইসলাম।
Auto House

Leave A Reply

Your email address will not be published.