ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৩ টি দোকান থেকে ১৬ লক্ষ ৫০ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার রাতে পৌরশহরের মহাজন পট্টির ৩ টি জালের দোকানে তল্লাশি চালিয়ে এসব জাল উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল রাখা দোকানগুলো হচ্ছে; মেসার্স গণি এণ্ড সন্স, মেসার্স ফয়সাল ষ্টোর ও মেসার্স দত্ত সুতা বিতান।
অভিযানকালে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সামদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভির আহমেদসহ আরও অনেকে। কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযানে নামে। এসময় লালমোহনের মহাজনপট্টি থেকে বিভিন্ন প্রকার এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়িয়ে জব্দকৃত ওইসব জাল ধ্বংস করা হয়।