Take a fresh look at your lifestyle.

‘মহান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো’-আলি খামেনি

৫২

অনলাইন ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি এক্স-পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ‘মহান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো’।

‘হায়দার নামটি দিয়ে হযরত আলি (রা.)-কে বোঝানো হয়। তিনি হযরত মুহাম্মদ (সা.) এর গভীর স্নেহে বড় হয়েছেন। মাজহাব-কেন্দ্রিক ধারণা অনুসারে, শিয়া মুসলমানরা আলি (রা.)-কে প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর বৈধ উত্তরসূরি হিসেবে বিবেচনা করে।

পোস্টে আলি খামেনি লিখেছেন, ‘আলি তার জুলফিকার নিয়ে খায়বারে ফিরে এসেছেন।’ জুলফিকার হলো আলি (রা.)-এর তারবারির নাম, যেটি হযরত মুহাম্মদ (সা.) তাকে দিয়েছিলেন।

সর্বোচ্চ এই নেতা পৃথক আরেক পোস্টে লিখেছেন, ‘ইরান, ইরানের জাতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবেন না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করতে জানে না।’

ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি লিখেন, ‘আমেরিকানদের জানা উচিত যে, (ইরানে) মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে।’

Auto House

Leave A Reply

Your email address will not be published.