Take a fresh look at your lifestyle.

মাদকের ‘হটস্পট’ বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনী

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরির ১০ নং ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বস্তি) এলাকাকে মাদকের ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কলোনীর স্কুল মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী উঠান বৈঠকে এ মন্তব্য করেন বক্তারা।
বৈঠকে প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। কিন্তু আমার দূর্ভাগ্য এই এলাকার (কেডিসি) প্রতিটি স্থানেই মাদকের অভায়রণ্য’।
তিনি বলেন, ‘ঘরে ঘরে যদি না প্রতিরোধ গড়ে তোলা না হয় তাহলে মাদক নির্মূল করা সম্ভব নয়’।
বৈঠকে স্থাণীয় বাসিন্দা রেশমা বলেন, কেডিসি কলোনী এখন বরিশালের মাদকের ‘হটস্পট’। ‘মাদক ব্যবসায়ীরা এলাকা ধ্বংস করে ফেলছে, আগামী প্রজন্মও মাদকের দিকে ধাবিত হচ্ছে’। ‘কলোনির কোন ছেলে-মেয়ের বিয়ে দিতে হলে এলাকার অন্যত্র যেতে হয়’।
তানভীর তিনি বলেন, ‘কিছুদিন পূর্বে কলোনির এক ছেলের বিয়ের জন্য মেয়ে পক্ষ এসেছিলো, তাদের মাদক ব্যবসায়ীরা বলছে- কয়টা লাগবে আপনাদের (ইয়াবা)। এরপর তাদের কলোনি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে ছেলের বিয়ে দিয়েছে’। তিনি আরো বলেন, ‘আজ আমি মাদকের বিরুদ্ধে কথা বলছি, জানি না পরের মুহুর্তগুলো আমার জন্য কি রকম হবে’।
এসময় স্থানীয়দের মধ্যে নিজাম বেপারী, মনোয়ারা বেগম, কবির মাওলানা, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসন, জাহাঙ্গীর মিয়া তাদের বক্তব্য বলেন- ‘মাদক ব্যবসায়ীরা সংখ্যায় ৫০ জন, আমরা সংখ্যায় ৫’শ জন। আমরা প্রতিরোধ না গড়ে তুললে সামনে আরো মাদকের আরো ভয়াবহ বিস্তার হবে’।
বৈঠকে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ পরিচালক মোঃ তানভীর হোসেন খান, সহকারী প্রসিকিউটর আশিক ইকবাল রাব্বিসহ স্থানীয়রা।
Auto House

Leave A Reply

Your email address will not be published.