Take a fresh look at your lifestyle.

মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদেশ : অ্যাডভোকেট হেলাল

১২

নিজস্ব প্রতিবেদকঃ মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই দেশে সকল মানুষদের অধিকার রয়েছে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠন করবো।বরিশালে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

২৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সদর রোড আর্য্যলক্ষী ভবনের হল রুমে বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল মহানগর আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন,আমাদের আমীরে জামায়াত পঞ্চগড়ের তীর্থ যাত্রী দূর্ঘটনাসহ সকল ধরনের বিপদ আপদে হিন্দু সম্প্রদায়ের সাথে ছিল। আমাদের ঝালকাঠির লঞ্চ দূর্ঘটনার সহযোগিতা তার জলন্ত প্রমান।

সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর। মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহা, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজেত্মানন্দ সহ প্রায় দেড় শতাধিক হিন্দু ধর্মের নেতৃবৃন্দ অংশ নেন।

হিন্দু ধর্মের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে পুজায় কোন পুলিশের ডিউটি লাগবেনা। ৫ আগস্টের পর জামায়াত নেতাকর্মীদের ভালোবাসায় আমরা যেন জামায়াতকে নতুন ভাবে চিনেছি। জামায়াতের প্রতি আমাদের সেই আস্থা তৈরী হচ্ছে। আগামী দিনে মিলে মিশে সম্প্রীতির বাংলেদশ তৈরীতে আমরা সামীল থাকতে চাই।

Auto House

Leave A Reply

Your email address will not be published.