নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
২৮ মার্চ,বৃহষ্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে এমভি সায়মুন-১ লঞ্চে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির আলম বলেন, পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙ্গর করা ছিল। রাত-৩ টার দিকে হঠাৎ করেই লঞ্চটিতে আগুন লাগে। ইঞ্জিন ব্যতিত আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে, তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা জানান, রাত ৩টার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙ্গর করা লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে প্রাথমিক তদন্তে মশার কয়েল থেকে লঞ্চে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে বলেও জানান নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা।