নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর মেহেন্দিগঞ্জে আগমন’কে কেন্দ্র করে পাতারহাট আর.সি. কলেজ মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এসময় বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য সগির বিন সাঈদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব এম. সাইফুর রহমান ও নুরুল হক সোহরাব, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আকবর হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বরিশাল-৪ আসনের দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বলেন, আগামী ৬ ফেব্রুয়ারী ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এতো বেশি লোক সমাগম হবে শেষ পর্যন্ত আরসি কলেজ মাঠে আমরা জায়গা দিয়ে কিভাবে সামাল দিব তা ভেবে দেখা হচ্ছে।
