Take a fresh look at your lifestyle.

যাত্রীদের সাথে জেদ দেখিয়ে গতি বাড়ায় চালক, ডোবায় বাস- নিহত ১

৪৪

গৌরনদী প্রতিনিধি: গাড়ি চালানোর সময়ে চালককে কথা বলতে নিষেধ করায় যাত্রীদের সঙ্গে ‘জেদ’ করে বেপরোয়াভাবে চালিয়ে ডোবায় পড়ে যায় বাসটি। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইদুল হাওলাদার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকি নিলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

বাস যাত্রী সাথী বেগম বলেন, বাস চালানোর সময়ে চালক তার আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। এতে বাসের কয়েকজন যাত্রী আপত্তি জানান। চালক এ নিয়ে তর্কও করেন, এমনকি গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। সেখান থেকে বের হয়ে খুবই বেপরোয়া গতিতে চালানো শুরু করেন। কয়েক মিনিট পরেই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙে ডোবায় গিয়ে পড়ে বাসটি। আমি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেক যাত্রীই আহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.