Take a fresh look at your lifestyle.

রহমতপুর কৃ‌ষি প্রশিক্ষণ ইন্স‌টি‌টিউ‌টে ক‌্যারম খেলা নিয়ে দ্বন্দ্ব-আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

২৭

ব‌রিশা‌লের রহমতপুর কৃ‌ষি প্রশিক্ষণ ইন্স‌টি‌টিউ‌টে ক‌্যারম বোর্ড খেলা কে  কেন্দ্র ক‌রে তৃতীয় প‌র্বের শিক্ষার্থী‌দের উপর হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে সপ্তম প‌র্বের শিক্ষার্থী‌দের বিরু‌দ্ধে।

এই ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছে। রোববার রাত ৯টার দি‌কে ইন্স‌টি‌টিউ‌টের বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান হ‌লের ক ব্ল‌কের তৃতীয় তলায় এই ঘটনা ঘ‌টে। হামলায় আহতরা হ‌লো, তৃতীয় প‌র্বের ছাত্র ও হ‌লের ৩২৭ নম্বর ক‌ক্ষের মো: নাঈম, ৩২৩ নম্বর ক‌ক্ষের সিয়াম স‌রদার, ৩২২ নম্বর ক‌ক্ষের প্রীতম সহ ৫ জন।

আহত সিয়াম সরদার জানান, আমা‌দের এক‌টি ক‌্যারম বোড ছি‌লো, সে‌টি বৃহস্প‌তিবার রাত ১টার সময় সপ্তম প‌র্বের ছাত্ররা আমা‌দের কাছ থে‌কে নি‌য়ে যায়। প‌রে বিষয়‌টি স‌্যার‌দের জানা‌লে শুক্রবার আবার আমরা ক‌্যারম বোড ফি‌রে পাই। এই নি‌য়ে ক্ষিপ্ত ছি‌লো আমা‌দের ব্ল‌কের নিচ তলায় থাকা সপ্তম প‌র্বের ছাত্ররা।

এরপরই সপ্তম প‌র্বের ছাত্র সবাই সপ্তম পর্বের রায়হান, জসিম, সিয়াম, তুষার, তানবিন, জুনায়েত, নাইম সহ ২০/২৫ জ‌নের এক‌টি দল আমা‌দের ব্ল‌কের সকল লাইট বন্ধ ক‌রে লা‌ঠি সোটা ও ধারালো অস্ত্র নি‌য়ে আমা‌দের তিন ক‌ক্ষে হামলা চালায়। কক্ষ ভাঙচু‌রের পাশাপা‌শি আমা‌দের বেধরক মারধর ক‌রে। এ‌তে আমরা ৫ জন আহত হই, সবাই প্রাথ‌মিক ভা‌বে চি‌কিৎসা নি‌য়ে‌ছি। স‌্যার‌দের জা‌নি‌য়ে‌ছি।

এই বিষ‌য়ে অ‌ভিযুক্ত‌দের সা‌থে ফো‌নে যোগা‌যোগ করার চেষ্টা হ‌লেও কাউ‌কে পাওয়া যায়‌নি। রহমতপুর কৃ‌ষি প্রশিক্ষণ ইন্স‌টি‌টিউটের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ব‌লেন, আমরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। বিষয়‌টি নি‌য়ে সোমবার আমরা বস‌বো।

Leave A Reply

Your email address will not be published.