Take a fresh look at your lifestyle.

র‌্যাবের এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ট্রাকচালক হত্যা মামলায় হেলপার হাসান গ্রেপ্তার

পটুয়াখালী সংবাদদাতা: চাঞ্চল্যকর ট্রাকচালক আলআমিন (৩৩) হত্যা মামলার প্রধান আসামি হেলপার হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার (৮ জুন) র‌্যাব-৮ ও র‌্যাব-০১ এর যৌথ অভিযানে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (০৯ জুন) র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার এএসপি ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, চালক আলআমিন গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ট্রাকে ১৩ টন লোহার রড নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। ১৮ এপ্রিল রাত ১১টার দিকে চালক আলআমিন ট্রাক নিয়ে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কালিশুরি পয়েন্টে পৌঁছানোর কথা গাড়ির মালিককে জানায়। এরপর থেকে চালক নিখোঁজ ছিলেন। গত ২০ এপ্রিল পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন পাতারচর গ্রামের তেতুলিয়া নদী থেকে চালক আল আমিনের বিকৃত মরদেহ উদ্ধার করে। মরদেহ শনাক্তের পর মৃতের মামা মো. সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর উত্তরায় অভিযান চালিয়ে প্রধান আসামি ট্রাকের হেলপার হাসানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে এ মামলার আরেক আসামি শাহিনকে (২৮) গ্রেপ্তার করেছিল র‌্যাব।

Leave A Reply

Your email address will not be published.