Take a fresh look at your lifestyle.

র‍্যাব’র অভিযানে শরিয়তপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় বোমা কুদ্দুস গ্রেপ্তার

২৮

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-৮ ও ৩ এর যৌথ অভিযানে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের প্রকাশ্য মারামারি ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব।

৬ এপ্রিল,রবিবার বিকেলে বরিশাল নগরীর রূপাতলী র‍্যাব-৮’র সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানান।

কর্নেল নিস্তার আহমেদ জানান,রবিবার সকালে রাজধানী ঢাকার শাহজাহানপুর থেকে র‌্যাব-৮ ও ৩ এর যৌথ অভিযানে বোমা কুদ্দুসকে গ্রেফতার করা হয়। গত ৫ এপ্রিল সকালে পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপ শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় দুই দফায় এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ করে।

র‌্যাব-৮ অধিনায়ক নিস্তার আহমেদ আরও জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস বেপারী এবং জলিল মাতবর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে কুদ্দুস বেপারী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় জলিল মাতবর পরাজিত হন। এরপর থেকেই দু’পক্ষের সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। বিরোধের জেরে দুই গ্রুপে একাধিকবার সংঘর্ষেও জড়িয়েছে। কয়েকজন নিহত ও বহু ব্যক্তি আহত হয়েছে। এই পূর্ব বিরোধের জেরে গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৭টায় শরীয়তপুর জেলার জাজিরার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ীর সামনে দুই পক্ষ এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়। ওই দিন সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় দফায় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ফসলের মাঠে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এঘটনায় শরীয়তপুর জেলার জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার জেরে রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে বোমা কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কুদ্দুসের বিরুদ্ধে শরীয়তপুর জেলার জাজিরা থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯টি এবং ঢাকা মহানগরীর বিমানবন্দর ও ভাটারা থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.