Take a fresh look at your lifestyle.

লালমোহনে ৭৫ জন কারিগরি প্রশিক্ষনার্থী পেল ৮ লক্ষ টাকা

মনজুর রহমান,লালমোহনঃ

৮০

‘কারিগরি শিক্ষা নিলে, দেশ বিদেশে কর্ম মিলে’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনের হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

রোববার দুপুরে হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় হলরুমে অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি প্রকল্পের আওতায় ও রিহ্যাবের বাস্তবায়নে বিভিন্ন ট্রেডের ৭৫জন কারিগরি প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ৮ লক্ষ ১০ হাজার টাকা সম্মানী ভাতা হিসেবে প্রদান করেন এমপি শাওন। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নূরুল আমিন শাজাহানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

Auto House

Leave A Reply

Your email address will not be published.