Take a fresh look at your lifestyle.

শেবাচিমের ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার: শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় গভীর উদ্বেগ বরিশাল রিপোর্টার্স ইউনিটি। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আনিসুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

আজ শুক্রবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি দপ্তর ও প্রচার সম্পাদক
জিয়াউল করিম মিনার বিষয়টি নিশ্চিত করেন।

এসময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আনিসুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এক যৌথ বিবৃতিতে, শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, উদ্ভূত পরিস্থিতিতে, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গণস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ভিতরে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা মনে করি, স্বাস্থ্য খাতের যেকোনো সংকট, আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ, আন্দোলনরত শিক্ষার্থী, এবং সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে, সমন্বয় থাকলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের আলোচনার প্রস্তাব, যথাযথ সময় ও প্রক্রিয়ায়, কার্যকর করা হলে উত্তেজনার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি আশা করে, শিক্ষার্থী হাসপাতাল কর্তৃপক্ষ, ও স্বাস্থ্য প্রশাসনের মধ্যে সংলাপের মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান হওয়ার সম্ভব এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানো যাবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.