Take a fresh look at your lifestyle.

শেবাচিমের জরুরী বিভাগের বারান্দায় এক গৃহবধূর সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক:

৩৭

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বারান্দার ফ্লোরে সন্তান প্রসব করেছে এক গৃহবধূ।

বুধবার দুপুরের দিকে পুত্র সন্তানের জন্ম দেন বলে ওই গৃহবধু ও হাসপাতালের নার্স জানিয়েছে। ওই গৃহবধু হলো-বিউটি বেগম (২৫)।

সে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউপির রায়পাশা গ্রামের লোকমান খলিফার স্ত্রী।

বর্তমানে বিউটি বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিউটি বেগম ও তার শিশু সন্তান সুস্থ রয়েছে জানিয়ে গাইনী ওয়ার্ডের কর্তব্যরত নার্স ত্রিবেনী রায় জানান, গৃহবধুকে হাসপাতালের জরুরী বিভা‌গের সামনে নিয়ে আসার পর প্রসব বেদনা উঠে। প্রাকৃতিক নিয়মে সন্তান জন্ম দেয়।

তি‌নি বলেন, বর্তমানে প্রসূতি ও নবজাতক সুস্থ রয়েছে। প্রত্যক্ষদর্শী জরুরী বিভাগের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সজল জানান, অটোতে গৃহবধূকে নিয়ে আসা হয়। তাকে জরুরী বিভাগের বারান্দায় রেখে স্বজনরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে যায়। এ সময় ওই নারী বারান্দার গ্রীল ধরে প্রসব ব্যথায় চিৎকার করে উঠে। তখন জরুরী বিভাগ অতিক্রম করা এক নার্স স্থানটি চাদর এনে ঘিরে সন্তান প্রসব করিয়েছেন।

চিকিৎসাধীন গৃহবধূ বিউটি জানান, এটি তার দ্বিতীয় সন্তান। অটোতে জরুরী বিভাগের সামনে আসার পর ভর্তির সময় প্রসব ব্যথা উঠে সন্তান নিচে নেমে আসে। সন্তানের জন্ম হয়। তখন এক নার্স এসে সহায়তা করেছেন।

গৃহবধূর বাবা ইদ্রিস হাওলাদার জানান, কন্যা বিউটি বেগম সদর উপজেলার জাগুয়া ইউপির পাঁচগাও গ্রামে আমার বা‌ড়ি‌তে ছিল। দুপুরে সে অসুস্থ হলে অটোরিক্সায় হাসপাতালে আনা হয়। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার পূর্বে সন্তান জন্ম দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.