Take a fresh look at your lifestyle.

সমাবেশ ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের জন্য ৬টি নির্দেশনা

১১

অনলাইন ডেস্কঃ আগামী ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্র সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

১ আগস্ট,শুক্রবার  বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

  • ১. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।
  • ২. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সে স্থান না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • ৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট এবং বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
  • ৪.সমাবেশের দিন কোনো ইউনিটের কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
  • ৫. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
  • ৬. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে একে একে স্থান ত্যাগ করতে হবে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুশৃঙ্খল ও সফল ছাত্র সমাবেশ আয়োজনের লক্ষ্যে এই নির্দেশনাগুলো পালন করা বাধ্যতামূলক।

ছাত্রদল সূত্রে জানা গেছে, শাহবাগে অনুষ্ঠিতব্য এই সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.