Take a fresh look at your lifestyle.

সাংবাদিক এসএম ইকবালকে নাগরিক শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এসএম ইকবালকে (৭৯) নাগরিক শ্রদ্ধা জানিয়েছে বরিশালের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দিনভর বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান একেএম জাহাঙ্গীর, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এরপর শহীদ মিনার প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গতঃ এসএম ইকবাল বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তিনি মারা যান। এসএম ইকবাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থাবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার অসুস্থতা বাড়লে স্বজনরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.