Take a fresh look at your lifestyle.

সাংবাদিক ফারুক লিটুর ইন্তেকাল -দাফন সম্পন্ন 

শোক প্রকাশ

বাংলাটাইম্স ডেস্ক: দৈনিক ইত্তেফাক বরিশাল অফিসের ফটো সাংবাদিক জি এম ফারুক লিটু (৫০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ফারুক লিটু দীর্ঘ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে বাসায় যান তিনি সেখানে বসে অসুস্থতা বোধ করলে তাৎক্ষনিক শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর সময় তিনি মা, স্ত্রী, এক ছেলে, চার ভাই ও এক বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা সাগরদি আলিয়া মাদ্রসা মাঠে ১ম জানাজা ও নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ২য় জানাজার নামাজ শেষে সেখানকার কবর স্থানে পিতার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হবেন ফারুক লিটু।
এদিকে ফারুক লিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরত কামনা করে বিবৃতি দিয়েছেন বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন বরিশাল শাখা,ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, ফটো সাংবাদিক পরিষদ, বিভাগীয় সাংবাদিক পরিষদ, নিউজ এডিটরস কাউন্সিল, তরণ সাংবাদিক ফোরাম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও নেতৃবৃন্দরা।

Leave A Reply

Your email address will not be published.