Take a fresh look at your lifestyle.

সাউথ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

১০৭

আলকরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘মরদেহ এখনও দক্ষিণ আফ্রিকায় আছে। মরদেহ আনতে মিরাজের পরিবারকে কোনো সহযোগিতার দরকার হলে তা করব।’

সাউথ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নিউবাংলাকে নিহতের মামা শ্বশুর শামিম আহমেদ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের নাম মীর হোসেন মিরাজ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে।

 

শামিম আহমেদ বলেন, ‘মিরাজ ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় সে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে যৌথ অংশীদারে ব্যবসা করত।

‘৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা মিরাজের রুমে ঢুকে তাকেসহ তার আরেক রুমমেটকে বাথরুমে আটকে রাখে। সেখানে তাদের গুলি করে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় তারা। এতে মিরাজের মৃত্যু হয়।’

আলকরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল নিউজবাংলাকে বলেন, ‘মরদেহ এখনও দক্ষিণ আফ্রিকায় আছে। মরদেহ আনতে মিরাজের পরিবারকে কোনো সহযোগিতার দরকার হলে তা করব।’

এদিকে মিরাজের মৃত্যুর খবরে তার পরিবার ও ​এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.