Take a fresh look at your lifestyle.

সাভারে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৩

সাভারে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুবাহী একটি ট্রাক সাভার থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইউটার্ন নেওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ঢাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন ৪২ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.