Take a fresh look at your lifestyle.

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ।

৪৩

নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুরা স্বপ্ন দেখে খোলা আকাশের নিচে, ঘুমায় পথের কোলঘেঁষে। এদের কারো নেই বাবা, কারো নেই মা, করোবা উভয় নেই। ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই শিশুগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে বরিশালের মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত জসীম উদ্দীন হায়দার।

আজ পহেলা মে রবিবার রাত ৮ টায় জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভেন্টেজ চিলড্রেনের (এসএনডিসি) আয়োজনে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সহধর্মিণী যুগ্ম মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও এনডিসি জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহকারী কমিশনার রয়া ত্রিপুরা, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভসহ সংগঠনের সদস্যরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.