Take a fresh look at your lifestyle.

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান- সিইসি হাবিবুল আউয়াল

১৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট সেই সাথে পুলিশ কমিশনারকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কারন হচ্ছে, সিটি কর্পোরেশন এলাকাতে পুলিশকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া থাকে। অনেকটা যৌথ ভূমিকা পালন করতে হবে। সেটা আমাদের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এটা একটা সামগ্রিক সমন্বিত প্রয়াস। তাই সকলকেই কিন্তু এই কর্মযজ্ঞে গুরুত্ব সহকারে অংশ গ্রহণ করতে হয়।
রবিবার বিকেলে সার্কিট হাউজ মিলনায়তনে বরিশালের প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনকে তুলে আনা কাজটি সহজ নয়। যদিও একদিকে কাজটি সহজ, ভোটাররা যাবেন ভোট দেবেন, ভোট শেষ হলে ভোট গণনা হবে, ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু টোটাল আয়োজনটা বেশ কষ্টসাধ্য। কারন আইন শৃংখলা পরিস্থিতির উদ্ভুব হতে পারে এবং নির্বাচনী আচরণবিধি মেনে সবাই কাজ করছেন কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ-নিরপক্ষে ভোটের জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেগুলো নিশ্চিতের জন্য মতবিনিময় করেছি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবসরপ্রাপ্ত) ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,পুলিশ কমিশনার সাইফুল ইসলাম,জেলা প্রশসক জাহাঙ্গির হোসেন  প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.