Take a fresh look at your lifestyle.

হাতীবান্ধায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু; নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বাসচাপায় নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসমামের মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। সকাল ১০টায় সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে, নর্থল্যান্ড স্কুল এন্ড কলেজে, আইডিয়াল ক্যাডেট স্কুল এন্ড কলেজে এবং মেডিকেল মোড় গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাতীবান্ধার অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দিঘীরহাট এলাকায় স্কুল শেষে সাইকেলে বাড়ি ফেরার পথে বাসের চাপায় নিহত হন ইসমাম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিক সড়ক অবরোধ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, প্রশাসনের নজরদারির অভাব ও বেহাল সড়ক এর মূল কারণ। তারা সাত দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে— নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, মহাসড়ককে চার লেনে উন্নীত করা, দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণ।

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গ্রন্থিকা বলেন, আমরা আর কোনো ভাইয়ের মৃত্যু দেখতে চাই না। অবিলম্বে মহাসড়ক ফোর লেন ও নিরাপদ সড়ক চাই।

শিক্ষিকা গুলনাহার বেগম বলেন, আমরা আর সন্তান হারাতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক উন্নয়নের দাবি জানাচ্ছি।

নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু বলেন, এভাবে আর কত শিক্ষার্থীর প্রাণ যাবে? আমরা চাই ইসমামের হত্যার দ্রুত বিচার ও নিরাপদ সড়ক।

পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা অংশগ্রহণকারীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.