মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার) এবার স্পষ্টভাবে দেখা গেছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকেই।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা ও সানিয়াজান নদীর ওপর থেকে চোখে পড়ে বরফে মোড়া সাদা রূপালি সেই চূড়া।
গত কয়েকদিনের পরিস্কার আকাশের সুবাদে এ দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর আকাশে দৃষ্টিনন্দন দৃশ্য যেন শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। পরিবার-পরিজন নিয়ে কেউ এসেছেন তিস্তা ব্যারেজে; আবার কেউ ছবি-ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
দর্শনার্থী মেহেদী হাসান শুভ বলেন, ১০ কিলোমিটার দূর থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখে মনে হলো সাদা বরফে মোড়া কোনো স্বপ্নের পাহাড়। এমন দৃশ্য দেখতে পেয়ে ভালো লাগছে।
প্রকৃতিপ্রেমী রিমন বলেন, যদিও স্বল্প সময়ের জন্য দেখা যায়, তবুও কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য তিস্তাপাড়ের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। চাইলে এই দৃশ্য কেন্দ্র করে তিস্তা ব্যারেজকে দ্রুতই আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া সম্ভব।
স্থানীয়দের মতে, তিস্তা ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব তুলনামূলক কম হওয়ায় আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকেই প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। ফলে পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতের সৌন্দর্য।
