Take a fresh look at your lifestyle.

হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগে প্রথমবারের মত দেয়ালিকা প্রকাশ

২৩

নিজেস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মেধাবিকাশের কথা মাথায় রেখে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের আয়োজনে প্রথমবারের মত “আলোকিত মার্কেটিয়ান্স” শিরোনামে একটি বর্নালী দেয়ালিকা প্রকাশ করা হয়েছে ।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় এ দেয়ালিকার উদ্বোধন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ হাওলাদার। মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান পলাশ শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আজমল হোসেন। এছাড়ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বর্নাঢ্য এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক সেতু আক্তার এবং বিভাগের এক ঝাক তরুন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন এ ধরনের আয়োজন তরুন শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়ক। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মার্কেটিং এর বিভাগীয় প্রধান।

 
Auto House

Leave A Reply

Your email address will not be published.