শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান এবং বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান নেয় তারা। তবে এসময় মহাসড়কের যানচলাচলে কোন বিঘ্ন ঘটেনি। এছাড়াও বরিশালের অধিকাংশ মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়েছে।
হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার দিনগত রাতে ছাত্রজনতা নথুল্লাবাদে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এরপর তারা ডিআইজির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কর্মসূচি সেদিনের মত শেষ করে। এরপর শুক্রবার দুপুরে ছাত্রজনতা কেন্দ্রীয় বাসটার্মিনালে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা হাদি হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এরপর সেখানে তারা নামাজ আদায় করে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান। এসময় যান চলাচলে কিছু সময়ের জন্য ব্যাঘাত ঘটে।
