Take a fresh look at your lifestyle.

২৫ মার্চ সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে

৩৪

 অনলাইন ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশকে এক মিনিটের জন্য ব্ল্যাকআউট করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এদিন রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল শুক্রবার,২৫ মার্চ  রাতে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না।

 

২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

এতে আরো বলে হয়, ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.