Take a fresh look at your lifestyle.

৬দফা দাবিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বিক্ষোভ

“আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও”—এমন স্লোগানে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

২২জুলাই,মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে নানা দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার—ক্যাম্পাস পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে এবং জোরালো স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন।

“আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও”—এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

এরপর উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধি দল ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। বাইরে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

৬ দফা দাবি গুলো হলোঃ

১. দুর্ঘটনায় নি’হ’ত’দের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আ’হ’ত’দের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৪. নি’হ’ত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.