Take a fresh look at your lifestyle.

বরিশালে বিশ্ব পানি দিবস উদযাপন

১৩৮

নিজস্ব প্রতিবেদক: ‘ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে বিশ্ব পানি দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, বাপা বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পানি জীবন, পানিই সম্পদ’ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত কল্পে ডেল্টা প্লান ২১০০ এবং ভূগর্ভস্থ পানি সম্পদের চাপ কমানো, পানি দূষণ থেকে বিরত থাকা, পানি সম্পদ রক্ষার্থে গণ সচেতনতা তৈরি করতে হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.