অনলাইন ডেস্ক: কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিনকে হত্যার ঘটনায় মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন ও মো. পলাশ মিয়া, নুরু মিয়া ও সুজনকে গ্রেফতারের পর নতুন তথ্য জানা গেছে।
হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থলে মনির ও পলাশ মহিউদ্দিনকে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি গ্রেফতার মনির ও পলাশ মামলার ১ নম্বর আসামি রাজুর সঙ্গে যোগসাজশে পূর্ব
পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে ঘটনাস্থলে নিয়ে যায়। হত্যাকাণ্ড শেষে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় তারা।
এছাড়া হত্যাকাণ্ড সংগঠনে এবং পরে আসামিদের পালাতে নুরু ও সুজন সহায়তা করে বলে জানান ওসি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মনির ও পলাশের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চাইবো।