Take a fresh look at your lifestyle.

বরিশালে ট্রাফিক পুলিশের মাঝে জেলা প্রশাসক’র ইফতার সামগ্রী বিতরণ।

৮৯

 

নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর ভিন্নধর্মী উদ্যোগ বরিশাল নগরীকে যানজট ও নিরাপদ সড়ক নিশ্চিতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি। সেই সকল ট্রাফিক পুলিশের মাঝে নিজ হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক।

২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরীর ২০ টি পয়েন্টে শতাধিক ট্রাফিক পুলিশের মাঝে এই ইফতার সামগ্রী নিয়ে হাজির হন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

জেলা প্রশাসক বলেন, আমরা বাসায় সপরিবারে শান্তিতে ইফতার করি কিন্তু ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবলগণ বাসায় বসে পরিবারের সাথে ইফতার করার সুযোগ পায়না। আমরা অফিস থেকে তাদের সহযোগিতায় নিরাপদে বাসায় ফিরি, কিন্তু তারা রোদ বৃষ্টিতে কষ্ট করে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমি এ সমাজের একজন হিসেবে আজ তাদের পাশে কৃতজ্ঞতাভরে স্মরণ করেছি যাতে তারা ভবিষ্যতে জনগণকে আরও নিরাপদ ও ভালো সেবা দিতে পারে।

এসময় জেলা প্রশাসক ট্রাফিক পুলিশের সাথে কথা বলেন তাদের খোঁজ খবর নেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.