Take a fresh look at your lifestyle.

গাঁজা দিয়ে কেক, চকোলেট, মিল্কশেক ও বিভিন্ন খাবার তৈরি -আটক ৩

১৬০

গ্রেপ্তারকৃতরা হলেন- অনুভব খান রিবু (২২), নাফিজা নাজা (২৩) ও জুবায়ের হোসেন (২৪)। তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকোলেট, কেক, মিল্কশেক) উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, জুবায়ের মোটরসাইকেলে এসব খাবার সরবরাহ করতেন। রোববার বিকাল ৪টার দিকে গুলশানের ৬ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে এ চক্রের অপর দুই তরুণ-তরুণীকে গ্রেপ্তার করা হয় জানিয়ে উপ কমিশনার বলেন, “তারা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এসব খাবার সরবরাহ করছিল।

“তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডা ও আফ্রিকার মাদক কারবারিদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকোলেট ও মিল্কশেক তৈরি করত। এক কেজি গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয় বলে তারা জানিয়েছে।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.