Take a fresh look at your lifestyle.

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

৭১

‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।

সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সঞ্জিব সন্ন্যামতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। শেষে মৎস্য চাষী, উদ্যোক্তা, মৎস্য জীবিদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়।  আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.