Take a fresh look at your lifestyle.

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন।

নিজস্ব প্রতিবেদক:

২২
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ সকল শহীদদের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করার মাধ্যমে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পূস্পার্ঘ অর্পন করেন।
সোমবার,১৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষককুলের নয়ন মনি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আঃ রব সেরনিয়াবাতের মুর‌্যালে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিসিসি কর্মকর্তা কর্মচারিগণ।
এর পর শ্রদ্ধানিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ জেবুন্নেসা হিরন।পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতেৃত্বে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে নগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে মেজবা উদ্দিন জুয়েল, কবির ঢালিসহ বিভিন্ন সদস্য।বরিশাল আইনজীবী সমিতির পক্ষে পূস্পার্ঘ অর্পণ করে সমিতির সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন আইনজীবী।
এছাড়া আরো জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর ছাত্রলীগের নব নিযুক্ত আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ আরিফুর রহমান শাকিল, মাইনুল ইসলাম ও ফয়সাল বারী নয়নসহ আহবায়ক কমিটির অন্য সকল সদস্যসহ বিভিন্ন ছাত্রলীগ কর্মীগণ।জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাকের নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিভিন্ন সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।
এরই ধারাবাহিকতায় আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লীগ, কৃষক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।এছাড়া দিনব্যাপী কোরআন খতম, বিভিন্ন মসজিদ সহ ধর্মীয় উপসানালয়ে দোয়া মোনাজাত, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.