Take a fresh look at your lifestyle.

১০ দাবীতে বরিশালে লঞ্চ শ্রমিক‌দের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

২৭

নিয়োগপত্র ও পরিচয়পত্র, বেতন সর্বনিন্ম ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ সহ এমন দশটি দাবী নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন।

বুধবার দুপু‌রে অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাষ্টার এতে সভাপতিত্ব করেন। আবুল হা‌সেম মাস্টার বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছে। সেক্ষেত্রে লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এজন্য বর্তমান বর্ধিত বাজার পরিস্থিতিতে তাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়াও তাদের দীর্ঘ বছরের দাবী চাকুরীর নিয়োগপত্র আর কল্যাণ তহবিলের। তাও মালিকরা মানছেন না।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলি, কামরুল ইসলাম, হারুন অর রসিদ, মাসলেম সিকদার, তুষার সেন ও আসাদুজ্জামান প্রমূখ।

এর পূর্বে সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল নদী বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.