Take a fresh look at your lifestyle.

রোগীর সা‌থে প্রতারণা- ডায়াগন‌স্টিক সেন্টা‌রের মালিক আটক

নিজস্ব প্রতিবেদক:

২২

ব‌রিশা‌লে এক‌টি ডায়াগন‌স্টিক সেন্টা‌রে রোগীর সা‌থে প্রতারণা করে টাকা হা‌তি‌য়ে নেওয়ায় ওই সেন্টা‌রের মা‌লিক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার দুপু‌রে নগরীর বীরশ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়‌কের সাউথ ইব‌নে সিনা ডায়াগন‌স্টিক সেন্টার থে‌কে মো: শাওন না‌মে সেন্টা‌রের মা‌লিক‌কে আটক করা হয়। থানা

পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, বরগুনা থেকে চিকিৎসককে দেখা‌তে বৃহস্প‌তিবার ব‌রিশা‌লে আ‌সে বাকপ্রতি‌বন্ধি আ‌মেনা বেগম। আ‌মেনা নগরীর মোখ‌লেছুর রহমান ক্লি‌নি‌কে প্রবে‌শের সময় ডায়াগন‌স্টিক সেন্টা‌রের এক দালাল ভু‌লি‌য়ে ভা‌লি‌য়ে আ‌মেনা বেগম‌কে সাউথ ইব‌নে সিনা ডায়াগন‌স্টিক সেন্টা‌রে নি‌য়ে যায়। সেখা‌নে এক চি‌কিৎসক আ‌মেনা‌কে দে‌খে ১০ হাজার টাকার ৯‌টি পরীক্ষা কর‌তে দেয়। ২৫ মি‌নি‌টের ম‌ধ্যে ৯‌টি পরীক্ষারই রি‌পোর্ট দেওয়া হয়। এ‌তে বেশ স‌ন্দেহ হয় আ‌মেনার। বিষয়‌টি আ‌মেনা তার এক আত্মীয়কে জানা‌লে তারা বুঝ‌তে পা‌রেন প্রতারণার ফাঁ‌দে প‌ড়ে‌ছেন। প‌রে আ‌মেনা বেগম‌কে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেয়।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের উপ প‌রিদর্শক ‌মো: রেজাউল ব‌লেন, অ‌ভি‌যোগ পাওয়ার পর দুপু‌রে সাউথ ইব‌নে সিনা ডায়াগন‌স্টিক সেন্টা‌রে অ‌ভিযান চালি‌য়ে সেটার মা‌লিক শাওন‌কে আটক করে থানায় নি‌য়ে যাওয়া হয়। বিষয়‌টি উর্ধ্বতন কতৃপক্ষ দেখ‌ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌জিমুল ক‌রিম ব‌লেন, এক রোগীর টাকা পয়সা হা‌তি‌য়ে নেওয়ার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে এক‌টি ডায়াগন‌স্টিক সেন্টার থে‌কে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবাদ বল‌ছে।

Leave A Reply

Your email address will not be published.