Take a fresh look at your lifestyle.

বরিশালে খাবার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

১৪

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী দধিঘর, হোটেল আল-জামিয়া ও হোটেল ওয়াজেদিয়া কর্তৃপক্ষকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।তিনি জানিয়েছেন, এ সময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, মূল্য ও সেবার মানের অসংগতি, নিম্নমানের খাদ্যোপকরণ সংরক্ষণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ( দধিঘর কে ৫০,০০০ টাকা,হোটেল আল-জামিয়া কে ৫০,০০০ টাকা ও হোটেল ওয়াজেদিয়া কে ৫০,০০০ টাকা ) সর্বমোট ১লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউসন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৮,ও মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.