বরিশালে নানান আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগর ভবনের সামনে সমাবেশ ও সেখান থেকে র্যালি করা হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
এছাড়া ও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এ্যাড.রফিকুল ইসলাম খোকন, প্যানেল মেয়র আয়েশা তৌহিদ লুনা,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন সুরুজ,৩০টি ওর্য়াডের সভাপতি-সাধারন সম্পাদক সহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় নগরীতে। এর আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।