Take a fresh look at your lifestyle.

বরিশালে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন।

১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে গণহত্যা চালায় বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।

সকালে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অধিনায়ক র‌্যাব-৮ বরিশাল লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.