Take a fresh look at your lifestyle.

কলাপাড়া উপজেলার এসএসসি ব্যাচ-৯৫’এর অফিস উদ্বোধন

জাকির হোসেন -কলাপাড়া

১৫৫

বন্ধু মানেই অক্সিজেন’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা এসএসসি ব্যাচ-৯৫’এর অফিস উদ্বোধন করা হয়েছে।

১৬ ডিসেম্বর,  শুক্রবার রাত ৮টায় পুরান বাজার সদর রোড এলাকায় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে দিয়ে  অফিস উদ্বোধন করা হয়।

এসময় পটুয়াখালী জেলার এসএসসি ব্যাচে-৯৫ এর বন্ধু-বান্ধবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে এসএসসি ব্যাচ-৯৫’র যারা মৃত্যৃবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কলাপাড়ায় উপজেলা এসএসসি ব্যাচ-৯৫’র সম্বয়কারী শামীম খান বলেন আমাদের এই সংগঠনের বন্ধুত্বের বন্ধন আরও মজবুদ, দৃঢ় হবে ও মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো।

Auto House

Leave A Reply

Your email address will not be published.