Take a fresh look at your lifestyle.

বিএম কলেজ মাঠে ৩দিন ব‌্যাপী জীবনানন্দ মেলার উ‌দ্বোধন

৩৯

 

নিজস্ব প্রতিবেদকঃ   ব‌রিশা‌লে ৩দিন ব‌্যাপী জীবনানন্দ মেলার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। রুপসী বাংলার ক‌বি জীবনানন্দ দা‌শের ১২৪ তম জন্ম‌দিন উদযাপন উপল‌ক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার, ১৫ফেব্রুয়ারী সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের মূল ভবন মা‌ঠে বেলুন উ‌ড়ি‌য়ে মেলার উ‌দ্বোধন ক‌রেন ক‌লেজ অধ‌্যক্ষ প্রফেসর গোলাম কিব‌রিয়া।

সাংস্কৃ‌তিক সংগঠন উত্তর‌ণের আ‌য়োজ‌নে মেলার উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর স্ত্রী লি‌পি আব্দুল্লাহ, ব্রজ‌মোহন ক‌লে‌জের উপাধ‌্যক্ষ এ এস কাইয়ুম উ‌দ্দিন আহ‌ম্মেদ, শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আলা‌মিন স‌রোয়ার, ব‌রিশাল সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় প‌রিষ‌দের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমূখ।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে নৃত্য ও গান প‌রিবেশন ক‌রেন উত্তর‌ণের কর্মীরা।মেলার আ‌য়োজকরা জানান, ক‌বি জীবনানন্দ দাশ এই ব্রজ‌মোহন ক‌লে‌জের ছাত্র ও শিক্ষক ছি‌লেন। তার জন্ম‌দিন উপল‌ক্ষে মেলায় ৪০‌টি স্টল র‌য়ে‌ছে।

তিন দিন ব‌্যাপী মেলার পাশাপা‌শি প্রতি‌দিনই থাক‌বে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান।

তিন দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ।

 

Leave A Reply

Your email address will not be published.