Take a fresh look at your lifestyle.

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

১৫

নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লার পক্ষে বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এরপরে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, জেলা প্রশাসক মো জাহাঙ্গির হোসেন ,পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমূখ শ্রদ্ধাঞ্জলী নি‌বেদন ক‌রেন।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি ,আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ট‌্যুরিস্ট পুলিশ, র‌্যাব-৮, সিআইডি বরিশাল, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বরিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Leave A Reply

Your email address will not be published.