Take a fresh look at your lifestyle.

কোস্টগার্ডের অভিযানে ৫ হাজার কেজি পোয়া ও তাপসী মাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে অভয়াশ্রম থেকে শিকার করে ঢাকা পাঁচারের সময় বিপুল পরিমান পোয়া ও তাপসী প্রজাতির মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দিনগত রাতে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চ থেকে ওই মাছ উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।

মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, অভয়াশ্রম সংরক্ষনে অভিযান করে কোস্টগার্ডের দক্ষিন জোনের বিসিজি হিজলা ও কালিগঞ্জ ষ্টেশন।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দলটি মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ লঞ্চ ঘাটে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে হাতিয়া থেকে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চে অভিযান করা হয়। এ সময় ওই লঞ্চ থেকে ১২টি ঝুড়ি ভর্তি পোয়া ও তাপসী প্রজাতির ৫ হাজার ১৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

পরে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতি এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.