Take a fresh look at your lifestyle.

৬ জন বিদেশী পর্যটক নিয়ে বরিশালে এসে পৌছেছে ভারতের গঙ্গাবিলাস

১৯

নিজস্ব প্রতিবেদকঃ  ভারতের পর্যটন জাহাজ গঙ্গাবিলাস, ৬ জন বিদেশী পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে এসে পৌছেছে।

সোমবার বিকেল সাড়ে তিন টায় এই জাহাজটি ৪ জন জার্মান ও দুইজন সুইজারল্যান্ড এর পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে।

এসময় তাদের অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও বিআইডব্লিউটিএ ও টুরিষ্ট পুলিশের কর্মকর্তারা ।

এসময় পর্যটকরা জানান তারা বাংলাদেশে এসে খুব আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের আনন্দ দিয়েছে। পর্যটকদের সাথে স্থানীয় গাইড হিসেবে রয়েছে জার্নিপ্লাস নামক একটি ভ্রমন সাংস্থা।

এই সংস্থার কর্মকর্তা কায়েস খান জানান, গত ১ লা মার্চ ভারতের আসামের ডিব্রুগড় দিয়ে পর্যটক নিয়ে এই ভ্রমন জাহাজ টি রওনা দিয়েছে, বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী থেকে এটি গত ১৩ মার্চ বাংলাদেশে প্রবেশ করে, ইতোমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে আজ বিকেলে বরিশালে বন্দরে পৌছেছে। আগামীকাল এটি বরিশাল থেকে রওনা দিয়ে ঝালকাঠী , মংলা, বাগেরহাট,খুলনা ও সুন্দরবনের ভিতর আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌছবে।

বরিশালে এসে তারা আজ অক্সফোর্ড মশন চার্চ ও আগামীকাল বিকেল পর্যন্ত বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপাথ ও ভাসমান বাজার ঘুরে দেখবেন।

এদিকে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রজ গঙ্গাবিলাস এর আগে ১৩ জানুয়ারি বারনসী থেকে যাত্রা শুরু করে ফেব্রুয়ারীতে বাংলাদেশে ঢুকে আসামে গিয়ে ৫১ দিনের যাত্রা শেষ করে ফিরতি পথে তারা পুনরায় আসাম থেকে যাত্রা শুরু করে বলে জানায় ভ্রমন সেবা প্রতিষ্ঠান জার্নি প্লাস এর কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.