Take a fresh look at your lifestyle.

নোংরা পরিবেশে খাবার তৈরী- নাজেম’স ও হান্ডি কড়াই রেস্তোরাকে জরিমানা

৬৭

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধে নাজেম’স ও হান্ডি কড়াই রেস্তোরাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০ এপ্রিল,সোমবার বিকেলে বরিশাল নগরীর বগুড়া রোডস্থ নাজেম’স ও সদর রোডের হান্ডি কড়াই রেস্তোরায় বরিশালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এবং রয়া ত্রিপুরা।

মুশফিকুর রহমান জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী তৈরী, বিক্রি, নোংরা পরিবেশে খাবার রন্ধন প্রক্রিয়া, মেয়াদউত্তীর্ণ দই সংরক্ষণ ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারার আওতায় নাজেমস ও হান্ডি কড়াই রেস্তোরাকে ০২ টি মামলায় মোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বরিশাল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন এবং আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।

জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

 

Leave A Reply

Your email address will not be published.