Take a fresh look at your lifestyle.

বরিশালে মহান মে দিবস উদযাপন

১২

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগান নিয়ে ১ মে,সোমবার জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় পরে সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অতিথিরা।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), সভাপতি দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরিশাল সাইদুর রহমান রিন্টু, উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল এইচ.এম.শাহাদাত।

এসময় আরও উপস্থিত ছিলেন মালিক পক্ষের প্রতিনিধি ডাইরেক্টর অমৃত লাল দে এন্ড কোম্পানি লিঃ বরিশাল শ্রী তন্ময় দে, শ্রমিক পক্ষের প্রতিনিধি সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ বরিশাল মহানগর বাবু পরিমল চন্দ্র দাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ ওসমান গনিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.