Take a fresh look at your lifestyle.

কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলমকে জাগ্রত গুণীজন সম্মাননা প্রদান

৩৮
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলমকে জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ জুন ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাগ্রত সাহিত্য পরিষদের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয় সংক্রান্তে মূল্যবান বক্তব্য রাখেন।
এ বছর জাগ্রত “গুণীজন সম্মাননা ২০২৩” বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মূলত পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ে নানাবিধ ক্ষেত্রে অবদান রাখার কারণে জাগ্রত গুণীজন সম্মাননা প্রদান করলো জাগ্রত সাহিত্য পরিষদ। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলমের নের্তৃত্বে কুষ্টিয়া পুনাক নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী, কাপড়, ঔষধ, নগদ অর্থ, হুইল চেয়ার, সেলাই মেশিন, কম্বল বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া জেলায় অনেক সুনাম অর্জন করে। মানবতায় বিশেষ অবদান রাখার কারনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়াকে জাগ্রত গুণীজন সম্মাননা প্রদান করে জাগ্রত সাহিত্য পরিষদ। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রীর হাতে “জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩” তুলে দেন শিহাব রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
এ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আগত এবং  জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩ প্রাপ্ত হলেন যথাক্রমে ড.পুষ্প বৈরাগ্য, সহযোগী অধ্যাপক, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ পশ্চিমবঙ্গ, ড. প্রিয়দর্শী মজুমদার সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ব্যারাকপুর কলকাতা, ড. মনোজিৎ রায়, অধ্যক্ষ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ব্যারাকপুর কলকাতা, Payel Manna
State Aided College Teacher (SACT), বরুণ চক্রবর্তী কবি ও সাহিত্যিক কলকাতা, তাপসি সিংহ, আবৃতিকার কলকাতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড. আমানুর আমান, বিশিষ্ট লেখক ও গবেষক, কামারুল আরেফীন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মিরপুর, ডা: এএফএম আমিনুল হক রতন, সহসভাপতি জেলা আওয়ামীলীগ ও সভাপতি বিএমএ কুষ্টিয়া জেলা শাখা, মাসুম রেজা, প্রখ্যাত নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক, আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমী, ড. জহুরুল ইসলাম অধ্যাপক ,আইন বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, আনিসুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব, রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি, কেপিসি, কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণীজন এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Auto House

Leave A Reply

Your email address will not be published.