Take a fresh look at your lifestyle.

ফসলি জমির মাটি কাটায় জরিমানা গুনলেন চেয়ারম্যানের ভাতিজা

২৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চেয়ারম্যানের ভাতিজাসহ চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।

জরিমানায় দণ্ডিতরা হলেন- স্থানীয় বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা জুয়েল হোসেন, তার সহযোগী সোহেল, মো. ফরিদ শেখ, মো. রুমন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জাগো নিউজকে বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়। এ সময় মাটি কাটায় জড়িত চেয়ারম্যানের ভাতিজাসহ মোট চারজনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইনের আওতায় মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এরূপ কাজ করলে তাদের বিরুদ্ধ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.