Take a fresh look at your lifestyle.

বাকেরগঞ্জ উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে আনারস-তালা-কলস

রবিউল ইসলাম রবি: আগামীকাল (৮ মে) বরিশাল সদর উপজেলার মতই বাকেরগঞ্জ উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের অনুকূলে ৯ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণা ও গণসংযোগসহ নির্বাচনী সকল কার্যক্রমে এগিয়ে রয়েছেন ৩ প্রার্থী।

 

এরা হলেন চেয়ারম্যান পদে আনারস মার্কা প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রার্থী মো: সাইফুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রার্থী জাহানারা বেগম। অনুসন্ধানী পর্যালোচনা ও বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মাঠ পর্যায়ে সিংহভাগ জনগনের হৃদয় গহীনে উপরোক্ত ৩ প্রার্থী থাকার কারণ অনুসন্ধানকালে জানা গেছে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আ.লীগের মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে যখন উপজেলা ও পৌর আ.লীগসহ দলের অঙ্গ সংগঠনের বেশি ভাগ নেতা-কর্মীরা দলীয় প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে নেমেছিল। ঠিক তখনই নৌকাকে বিজয়ী করতে মহানায়কের ভূমিকায় অবস্থান নিয়েছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশ্বাস মুতিউর বিশ্বাস (বাদশা)। সেই থেকেই তিনি জনগনের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। পেশায় একজন ব্যবসায়ী। শিক্ষা:- এম.এস.এস। আনারস মার্কার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ৩ জন।

 

এরা হলেন কাপ-পিরিচ মার্কা রাজিব আহম্মদ তালুকদার, দোয়াত কলম মার্কা মো: ফিরোজ আলম ও মোটরসাইকেল মার্কা মো: কামরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমান ডাকুয়া হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন ডাকুয়া ওরফে ফকু ডাকুয়ার ছেলে। পেশায় ঠিকাদার। শিক্ষা:- বি.এস.এস। পিতা-পুত্র দু’জনের জনপ্রিয়তা ভোট ব্যাংকের রুপ নিয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বই মার্কা প্রার্থী মো: শাহবাজ মিঞা ও উড়োজাহাজ মার্কা প্রার্থী আবদুস ছালাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা জাহানারা বেগম হলেন বাকেরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমানের স্ত্রী। সমাজে স্বামী-স্ত্রী দু’জনের সন্মানিত স্থানে থাকায় পরিচিতি বেশি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন হাঁস মার্কা প্রার্থী তহমিনা বেগম। পেশায় তিনি সমাজ সেবক। এ উপজেলায় ১টি পৌরসভা ১৪টি ইউনিয়নে ১৭২টি গ্রাম রয়েছে। ভোটকেন্দ্র ১১৩, ভোটকক্ষ ৬৯৮, ভোটার ৩ লাখ ১ হাজার ২১১ জন। উল্লেখ্য গত ৭মে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ‘নির্বাচনী মাঠে প্রার্থীরা মাস্টার প্লানের মধ্যে নিজেকে জয়ী করবে’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

Leave A Reply

Your email address will not be published.