Take a fresh look at your lifestyle.

শেখ হাসিনাসহ বরিশালে দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার

১৪

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীরসহ নামধারী ৫৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

গত ১৯ জুলাই বরিশাল নগরের সিএন্ডবি বিএনপির শোক র‌্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় জমা দেয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও ১ হাজার জনকে আসামি করার কথা উল্লেখ করা হয়েছে।আর এই এজাহার জমা দেয়াড় বিষয়টি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ওসি মিজানুর রহমান জানান, বুধবার রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ জন্য সময়ের প্রয়োজন।

১০ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে নগরের সিএন্ডবি রোড চৌমাথা এলাকায় বিএনপির ঘোষিত শান্তি সমাবেশ (শোক র‌্যালি) কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনিার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামীরা সশস্ত্র হামলা চালায়। এসময় তারা হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে।এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এজাহারে অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ’র ভাই মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ এবং মামা কাজী মফিজুল ইসলাম কামাল, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসান মাহামুদ বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সাবেক সদস্য তারিক বিন ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও তার ছেলে তামিম হাসান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়েদুল হক সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকু উল্লাহ মুনিম, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না, বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, সাবেক পরিবহণ সম্পাদক নুরুল আম্বিয়া বাবু।

নামধারী আসামীর তালিকায় রয়েছেন, ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান, পরিচালক আল আমিন হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমান, সিটির সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, আউয়াল মোল্লা, সামজেদুল কবির বাবু, সামছুদ্দোহা আবিদ, রাজিব হোসেন খান, কেফায়েত হোসেন রনি, মুন্না হাওলাদার, জয়নাল আবেদীন, এনামূল হক বাহার, ইমরান মোল্লা, সুলতান মাহমুদ, জিয়াউল হক মাসুম, সাবিদ, সাইদুর রহমান জাকির মোল্লা, আনিস শরীফ, শাকিল হোসেন পলাশ তার ভাই জাকির আলম ডলার ও সজিব, কালাম মোল্লা ও তার ভাই লিটন মোল্লা।এছাড়া মামলায় বেশিরভাগই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা আসামি।

উল্লেখ্য গেল ১৯ জুলাই বিএনপির ওই মিছিলটি তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের করা হয়। যা সিএন্ডবি রোড হয়ে চৌমাথা বাজার অতিক্রম করলে বাধার মুখে পরে। মহানগর ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয় মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ একাধিক নেতাকর্মী। হামলার পর প্রথম মামলা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়। যে মামলায় এই মামলার বাদী মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। আর ৫ আগস্টের পর তিনি মুক্ত হন।

 

Leave A Reply

Your email address will not be published.