Take a fresh look at your lifestyle.

পলিথিন ব্যবহার বন্ধে নগরীতে প্রচারণা

২৫

নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে বরিশালের দুইটি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর নথুল্লাবাদ ও চৌমাথা বাজারে পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। এসময় পলিথিনের ব্যাগ ব্যবহারের পর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

পাশাপাশি সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।

এসময় বক্তৃতা দেন, বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, ইয়ুথনেটের এডভোকেসি ক্যাম্পেইন ও পার্টনারশিপ সমন্বয়কারী আরিফুর রহমান শুভ ও প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা।

বক্তারা বলেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব শুধু পরিবেশেরই নয়, জনসাধারণের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলে। তাই নিজের জন্য সবুজ বাংলাদেশ গড়তে সবার পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। এক্ষেত্রে সবার সচেতনতা দরকার বলে জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.